বিলকিস যেন এ লেখা না পড়ে!

কবিত্ব এখানে শ্মশানযাত্রী হয়েছে। সাহিত্যকে চুল্লিতে পাঠাও। এক অবাক বধিরতায় ডুবেছে দেশ। এক অপার নীরবতায় আমরা নিমজ্জিত হয়েছি। সেই নীরবতা প্রতিবাদের সমার্থক নয়। সেই নীরবতা আমাদের পরাজয়ের বার্তাকেই বহন করে এনেছে। সেই নীরবতা অবসানের নীরবতা, শূন্যের নীরবতা। সেই নীরবতা থেকে আর কোনও কিছুরই জন্ম হবে না কোনওদিন।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 28 August, 2022 | 435 | Tags : Bilkis Bano  Gujarat   Judiciary System   Constitution